স্কাউটিং আন্দোলনে সম্পৃক্ত করে নতুন প্রজন্মকে দেশের যোগ্য করে গড়ে তুলতে হবে।
প্রতিবেদক: জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন শিক্ষার্থীদের স্কাউট আন্দোলনে সম্পৃক্ত করে নতুন প্রজন্মকে দেশের যোগ্য করে গড়ে তোলার জন্য তিনি আহবান জানিয়েছেন।
গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে দিনব্যাপী মাল্টিপারপাস ওয়ার্কশপ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এবং জেলা স্কাউটস এর সহ সভাপতি রিপন চাকমার সভাপতিত্বে কুমিল্লা আঞ্চলের সম্পাদক আবদুল আওয়াল ভূইয়া এল.টি, স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সম্পাদক নিয়াজ মোঃ কাজল অনুষ্ঠান উপস্থাপনা করেন আল আমীন শাহীন। ওয়ার্কশপ পরিচালনা করেন কুমিল্লা অঞ্চলের যুগ্ম সম্পাদক মোঃ কেরামত আলী এল.টি, বাংলাদেশ স্কাউটস এর কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মোঃ নাহিদুল হাই। এতে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভটাচার্য, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কমিশনার আবুল হাশেম, জেলা স্কাউটস এর সহ সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ। ওয়ার্কশপে জেলার বিভিন্ন উপজেলা স্কাউটস এর নেতৃবৃন্দ অংশ নেন।