বিজয়নগরে জেলা বিএনপির ব্যাপক গণসংযোগ
ডেস্ক রির্পোট : আসন্ন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা বিএনপি মনোনীত একক প্রার্থী এডঃ শরিফুল ইসলাম লিটনের সমর্থনে মঙ্গলবার দিনব্যাপী জেলা বিএনপির ব্যাপক গণসংযোগ করে।
চম্পকনগরে বিএনপি নেতা জমিরউদ্দিন দস্তগীর, রাকিব উদ্দিনকে সাথে নিয়ে গণসংযোগ শেষে বাদ আছর নোয়াগাও বাজার চত্বরে পত্তন ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বেনু মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মোল্লা কচি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এডঃ আনিছুর রহমান, সিরাজুল ইসলাম, এ.বি.এম. মোমিনুল হক, ইদন চেয়ারম্যান, মামুনুর রশিদ, হান্নান মাষ্টার, ছাত্রদল নেতা মাসুম রেজা ও শিপনের পরিচালনায় আরও বক্তব্য রাষেন কামাল, আক্তার, টুটল, হামদু মিয়া সহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সভায় ভাইস চেয়াম্যান পদে মুখলেছুর রহমান লিটন (চাপকল মার্কা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম বেগম (কলস মার্কা) কে পরিচয় করে দেয়া হয়।
বক্তারা দেশব্যাপী খুন, গুম ও চলমান সরকারী দলের অত্যাচার নির্যাতনের প্রতিবাদে বিএনপি মনোনীত একক প্রার্থীদের ভোট দিয়ে অত্যাচার নির্যাতনের জবার দিবার জন্য আহ্বান জানান।
বাদ এশা আমতলীতে এবং রাত ১০টার দিকে বিরপালা(দঃ) বাজার চত্বরেও পৃথক পৃথক নির্বাচনী সমাবেশ হয়। সমাবেশ শেষে বিএনপি মনোনীত প্রার্থীদের সমর্থনে মিছিল হয়। – প্রেস বিজ্ঞপ্তি