আখাউড়ায় তিন দোকান পুড়ে ছাই
ডেস্ক রির্পোট : আখাউড়ায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে আখাউড়া পৌর শহরের বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোখলেসুর রহমান জানান, একটি ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে, এখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুড়ে যাওয়া দোকান তিনটি হলো- সাজ কালার ল্যাব, নিজামী আই ক্লিনিক ও মোবাইল সার্ভিস। অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।