সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

অন্যরা পিছিয়ে গেলেও পিছ পা হলেন না বিপাশা!

bipashaবিনোদন ডেস্কঃ তারকাদের জন্য ভক্তরাই তো সব। ভক্তদের জন্যই তারা আজ এই পর্যায়ে আসতে পেরেছেন। আর তারকারাও ভক্তদের খুশি করতে কত কিছুই না করেন। এবার তেমনি একটি কাজ করে বসলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু।

বলিউডের ব্ল্যাক বিউটি বিপাশা বসু এখন অবস্থান করছেন লন্ডনে। সেখানেই তার ভক্তদের প্রতি একটু বেশি দয়ালু হয়ে পড়লেন এই অভিনেত্রী। সাধারত যে কাজটি করতে অন্যান্য তারকারা পিছেয়ে পড়েন সেই কাজটি করে বসলেন বিপাশা। হারমান বাওয়েজার প্রতি তার প্রেমের কথা স্বীকার করলেন ভক্তদের সামনে আর নিজের প্রিয় একটি নেকলেসও উপহার দিলেন এক ভক্তকে।

বিপাশা লন্ডনে আছেন জেনে তার লন্ডনের ভক্তরা টুইটারের মাধ্যমে নিজেদের উৎসাহ প্রদর্শন করে। ব্যাস, অমনি নায়িকা গলে গেলেন। দেখা করলেন বেশ কিছু ভক্তের সঙ্গে। বিপাশার টিম বেশ কিছু ভক্তের সঙ্গে যোগাযোগ করে তাদের বিপাশার হোটেলে আসতে বলে। প্রিয় নায়িকার সঙ্গ পেয়ে ভক্তরাও খুশি। জমাটি আড্ডার সঙ্গে ছবি, অটোগ্রাফ সবই শেয়ার করলেন বিপাশা। একেই বলে উদারতা।

এ জাতীয় আরও খবর