আজ থেকে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের বার্ষিক উৎসব
ব্রাহ্মণবাড়িয়া জেলার পাইকপাড়ায় শ্রী শ্রী কৈবল্যভূম আশ্রমে আজ ১২ মে থেকে ১৫ মে পর্যন্ত শ্রী শ্রী রামচন্দ্র দেবের ৩৩তম বার্ষিক উৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গ আলোচনা, গঙ্গা আবাহন, উৎসবাধিবাস, শ্রী শ্রী সত্য নারায়ণ পূজা ও শ্রী শ্রী নামযজ্ঞ।
এছাড়াও আগামীকাল ১৩মে ও আগামী ১৪মে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ভক্তদের মাঝে নাম বিতরণ করবেন চট্টগ্রামস্থ শ্রী শ্রী কৈবল্যধাম এর মোহন্ত মহারাজ শ্রী অশোক কুমার চট্টাপাধ্যায়।
উৎসবে সকল ভক্তদের যোগদান করার জন্য অনুরোধ জানিয়েছেন কমিটিবৃন্দ।