শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশে গচ্ছিত সম্পদ পাকিস্তানে ফিরিয়ে আনার মামলা নওয়াজ, জারদারিকে নোটিশ

আন্তর্জাতিক ডেস্কঃ বিদেশে গচ্ছিত সম্পদ ফিরিয়ে আনার আবেদন জানিয়ে দায়ের করা একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ অন্তত ৬৪ জন রাজনীতিককে নোটিশ দিয়েছেন আদালত৷ আইনজীবীদের এ-সংক্রান্ত একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে লাহোর হাইকোর্ট গত শুক্রবার এই নোটিশ জারি করেন৷

নওয়াজ ছাড়াও যেসব রাজনীতিককে নোটিশ দেওয়া হয়েছে তাঁদের মধ্য রয়েছেন নওয়াজের ভাই ও পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো ও কো-চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি৷ পাকিস্তানের ১১তম প্রেিসডেন্ট জারদারির বিরুদ্ধে আগে থেকেই বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে৷ যদিও কখনোই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়নি৷

যে পিটিশনের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও রাজনীতিকদের নোটিশ দেওয়া হলো, সেটি প্রকৃতপক্ষে দায়ের করা হয়েছিল ১৯৯৬ সালে৷ সে সময় ২৬ জন রাজনীতিকের বিদেশে থাকা সম্পদ দেশে ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে পিটিশনটি করেছিলেন আইনজীবী জাভেদ ইকবাল জাফরি৷ পরে তাতে সংশধোনী এনে আরও রাজনীতিকের নাম অন্তর্ভুক্ত করা হয়৷

আইনজীবী জাফরি আদালতে বলেন, পিটিশনে নাম থাকা ওই রাজনীতিকেরা অন্তত তিন লাখ মিলিয়ন মার্কিন ডলার মানি লন্ডারিংয়ের (অবৈধভাবে অর্থ পাচার) মাধ্যমে পাকিস্তান থেকে বিভিন্ন দেশে পাচার করেছেন৷ এই অর্থ পাচার দেশের জাতীয় কোষাগারের জন্য বিপুল ক্ষতি বয়ে এনেছে৷ অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে আদালত বারবার নির্দেশ দিলেও ওই রাজনীতিকেরা আজ পর্যন্ত অভিযোগের ব্যাপারে তাঁদের বক্তব্য আদালতে দাখিল করেননি৷

শুনানিকালে আইনজীবী জাফরি যুক্তি দেন, ওই রাজনীতিকদের সম্পদ বিদেশ থেকে ফিরিয়ে আনা গেলে পাকিস্তানের জন্য কোনো বিদেশি ঋণ লাগবে না৷ বর্তমানে পাকিস্তানের যেসব আন্তর্জাতিক ঋণ রয়েছে, তা শোধ দেওয়া যাবে৷ এরপর তিনি ওই রাজনীতিকদের সম্পদ ফিরিয়ে আনার নির্দেশনা দিয়ে নোটিশ দিতে আদালতের প্রতি আবেদন জানান৷

আদালতের বিচারপতি খালিদ মাহমুদ খান পরে ওই রাজনীতিকদের কাছ থেকে অভিযোগের বিষয়ে জবাব চেয়ে নোটিশ জারি করেন এবং ২৯ মে পর্যন্ত শুনানি মুলতবি করেন৷

পাকিস্তানের রাজনীতিকদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের বিষয়টি খুবই স্পর্শকাতর৷ বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টো ও তাঁর স্বামী সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ গচ্ছিত রাখার অভিযোগ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়৷

১৯৯৭ সালে চতুর্থ সাধারণ নির্বাচনের মাধ্যম পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ ক্ষমতায় আসার পর বেনজির ও জারদারির বিরুদ্ধে অবৈধভাবে অর্থ পাচারের বিষয়টিসহ বিভিন্ন অভিযোগের তদন্ত গতি পায়৷ জারদারিকে এ ঘটনায় কখনো দোষী সাব্যস্ত না করা হলেও, তাঁকে একই ধরনের অন্য দুর্নীতির অভিযোগে আট বছর কারাগারে কাটাতে হয়েছে৷ ২০০৪ সালে তিনি মুক্তি পান৷ ২০০৮ সালে তিনি দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন৷

প্রেসিডেন্ট থাকাকালেও তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে৷ পাকিস্তানের প্রভাবশালী বিচার বিভাগ বিভিন্ন সময় জারদারির বিরুদ্ধে ওই মামলাটি পুনরুজ্জীবিত করতে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষকে চিঠি দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন৷ তবে জারদারির পিপিপি সরকার তখন প্রেসিডেন্টের দায়মুক্তি রক্ষাকবচ রয়েছে, এমন বক্তব্য তুলে ধরে তা করতে বারবার অস্বীকৃতি জানায়৷ এ ঘটনায় তখন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়, যাতে তিনি দোষী সাব্যস্ত হয়ে প্রধানমিন্ত্রত্ব হারান৷ ডন৷

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের