কালোগ্লাসের গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু
ডেস্ক রির্পোট : রাজধানীতে কালোগ্লাসের গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্টরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রোববার সকাল থেকে এ অভিযান শুরু করেছেন তারা।জানা গেছে, রোবাবর সকাল থেকে রাজধানীর ফার্মগেট, মগবাজার, শাহবাগ, পল্টন, রামপুরা, নিউমার্কেট, মিরপুরসহ রাজধানীর প্রতিটি রাস্তায় ট্রাফিক পুলিশ এ অভিযান চালাচ্ছে।এ প্রসঙ্গে এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, নোটিশ দেওয়ার পরও যারা গাড়িতে স্বচ্ছ কাচ ব্যবহার করছেন না, আমরা তাদের বিরুদ্ধে এ অভিযান শুরু করেছি।
অনেক ক্ষেত্রে দেখা গেছে, কালোগ্লাসের গাড়ি আটক করে পরে লাগানো গ্লাসের কালো আবরণটি তুলে মামলার কাগজপত্রের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন। তবে যে গাড়িগুলোতে নির্মাণের সময়ই কালোগ্লাস লাগানো হয়েছে সেসব গাড়ির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, সম্প্রতি দেশে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় কালোগ্লাসের গাড়িগুলোকে ১০ মের মধ্যে সাদা করার পরামর্শ দেয়। একই সঙ্গে যারা এই নির্দেশ মানবেনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেয়া হয়।