বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি কলেজে বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের জন্ম বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৫৩ তম জন্ম বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এ উপলক্ষে গত ২৫ বৈশাখ, ৮ মে বৃহস্পতিবার কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা। অনুষ্ঠানে উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রেজাউল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ খলিলুর রহমান-সহকারী অধ্যাপক (প্রাণিবিজ্ঞান), মোঃ মোসাররফ হোসেন-সহকারি অধ্যাপক (রাষ্টবিজ্ঞান), বন্দে আলী মিয়া-সহকারি অধ্যাপক (সমাজবিজ্ঞান), হামজা মাহমুদ-সহকারি অধ্যাপক (পদার্থবিজ্ঞান), মিজানুর রহমান শিশির-সহকারি অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি), রাখাল গোপ-সহকারি অধ্যাপক (হিসাব বিজ্ঞান)। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান ভূঞা। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  রবীন্দ্রনাথ ঠাকুর বাঙ্গালী জাতরি গর্ব। বাংলা সাহিত্যের আকাশে রবীন্দ্র নাথ ও তার সৃষ্ট কর্ম অসংখ্য নক্ষত্রের মাঝে একটি উজ্বল নক্ষত্র রুপে দিপ্তমান। জমিদার পরিবারে জন্ম হয়ে তার সাহিত্যে কর্মে তিনি ফুঁিটয়ে তুলেছেন বাঙ্গালীর মধ্যবৃত্ত, নি¤œবৃত্ত ও সাধারণ মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, বাঙ্গালীর ইতিহাস ও ঐহিত্য কে। কবি হয়েও দেশের মানুষের অর্থনৈতিক মঙ্গল চিন্তা করেছেন তিনি।  দেশের অর্থনীতি কে সম্মৃদ্ধ করতে কৃষক ও কৃষি ব্যবস্থাকে উন্নত করতে কৃষি ব্যাংক ও সমবায় সমতি গঠন মত যুগান্তকারি পদক্ষপ গ্রহন করেছেন। তাই রবীন্দ্র নাথ বাঙ্গালীর প্রাণের কবি। বাঙ্গালা সাহিত্যে প্রথম নোবেল পুরুষ্কার ও দুটি দেশের জাতীয় সংগীত রচনার অনন্য কৃতিত্ব তাঁর। বাংলা সাহিত্যের প্রায় সকল শাখায় তার ছিল অবাধ বিচারণ। তিনি আরো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার সমস্ত লেখনির মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা ফুঁটিয়ে তুলেছেন। ধর্ম-বর্ণ,ধনী-গরিব প্রথার বাধ ভেঙ্গে ঐক্যবদ্ধ জাতি গঠনে বাঙ্গালীর প্রাণে পেরণা যুগিয়েছেন। রবিন্দ্র নাথের এই চেতনা ও জীবন দর্শন আমাদের যুগে-যুগে, কালে-কালে আলোর দিশারী হয়ে থাকবে। 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ

সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বিমুখী সংঘর্ষ, আহত অর্ধশত

কমলার চেয়ে বেশি ভিটামিন সি আছে যেসব খাবারে

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: দুই মেয়ে-জামাই ও নাতি-নাতনিদের হারিয়ে পাগলপ্রায় বৃদ্ধ

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

বাস-অটোরিকশার সংঘর্ষে সঙ্গীত শিল্পী ‘পাগলা হাসান’সহ নিহত ২

জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো : প্রধানমন্ত্রী

এখনও কেন সিঙ্গেল মিমি? 

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গলায় ঢুকে গেল জীবন্ত কৈ মাছ, অতঃপর…

৮৭ হাজার টাকার মদ খান পরীমণি, পার্সেল না দেওয়ায় চালান তাণ্ডব