শিশুরা তাদের মেধা ও চিন্তা দিয়ে সৃজনশীলতার চর্চা করবে- খালেদ হোসেন মাহবুব শ্যামল
নিজস্ব প্রতিবেক : শিশুদের মানসিক বিকাশে পারিবারিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের যোগ্য গড়ে তুলতে তাদের মেধাকে চিহ্নিত করে এর বিকাশ ঘটাতে হবে। শিশুরা ছবি আঁকার মাধ্যমে শিল্প কর্ম তৈরী করছে। তারা একদিন ছবির মতোন এই সুন্দর পৃথিবী সৃষ্টি করবে। শিশুরা তাদের মেধা ও চিন্তা দিয়ে সৃজনশীলতার চর্চা করবে।
গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত আর এ কে সিরামিকস্ ২৩তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিনের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এ কথা বলেন। শিশুদের বিনোদন শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মাসুকুল ইসলাম মাসুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু। আবৃত্তি শিল্পী ও সাংবাদিক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ও নারী নেত্রী মিলি চৌধুরী, সাবেক স্কাউটার খসরু জামান বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক আল আমীন শাহীন, দৈনিক কুরুলিয়া সম্পাদক ইব্রাহিম খান সাদাত, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোপানুল ইসলাম সোপান, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মোঃ শাহাদৎ হোসেন। বক্তব্য রাখেন, রাজু সরকার, ইমন, শুভ প্রমুখ। শিশু নাট্যমের সঙ্গীত বিভাগের শিল্পীদের গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। চারদিনব্যাপী উৎসবে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের ছবি আঁকা ও সঙ্গীত বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। আলোচনা শেষে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সংগীত, কবিতা আবৃত্তি ও একুশে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। চতুর্থ দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে বিকেল ৩টায় গুণীজন সংবর্ধনা ও চিত্রাংকন উৎসব ২০১৪ পুরস্কার বিতরনী। এতে প্রধান অতিথি থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশের সাবেক রাষ্টদূত বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর। সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর ভূঞা। এবার যারা সংবর্ধিত হবেন- নাট্যজন আলী যাকের, সাংবাদিক মোঃ শাহ আলমগীর, ভাষা সৈনিক মুহম্মদ মুসা, ডা. মোঃ আবু সাঈদ, মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মোঃ ফিরোজ আহমেদ, সাংবাদিক মোঃ সাদেকুর রহমান ও শিক্ষক ও সমাজ সেবক মোঃ ফয়েজ উদ্দিন ভূঞা।