শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জে সাংবাদিকতায় ৩দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

22প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তৃণমুল পর্যায়ের সংবাদিকদের প্রশিক্ষনের জন্য সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন হয়েছে। স্থানীয় সরকারী শ্রমকল্যান কেন্দ্রে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত ৩ দিনব্যাপী এই কর্মসুচি গতকাল বৃহস্পতিবার সকালে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, আশুগঞ্জ শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষন) আনোয়ারা বেগম।
৩দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মসুচি আগামী শনিবার শেষে হবে। প্রশিক্ষনে জেলার আশুগঞ্জ, সরাইল ও বিজয়নগর উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মী অংশগ্রহন করেন।

 

এ জাতীয় আরও খবর