রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপে নিষিদ্ধ ভারতীয় আম আসছে বাংলাদেশে

india mangoডেস্ক রিপোর্ট : ক্ষতিকারক কীটনাশক পাওয়ায় ইউরোপীয় ইউনিয়ন ভারতীয় আম নিষিদ্ধ করার পর এবার সেই আম আসছে বাংলাদেশে।
সোমবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ট্রেনের মাধ্যমে ভারতীয় আমের প্রথম চালান বাংলাদেশে পাঠানো হয়।
প্রথম দফায় উড়িষ্যার দুশ্বেরী ও আম্রপলি আম পাঠানো হয়েছে।
উড়িষ্যার কৃষি বিভাগের পরিচালক সঞ্জীব চাধা বলেন, ‘পরীক্ষামূলকভাবে আমরা বাংলাদেশে ৩ টন আম পাঠিয়েছি। আমরা সেখানকার বাজার ধরার চেষ্টা করছি। কী ধরণের চাহিদা আছে তার ওপর ভিত্তি করে আমরা রপ্তানি বাড়াব।’
বৃহস্পতিবার থেকেই ইউরোপীয় ইউনিয়ন ভারতীয় কয়েককটি জাতের আম আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এটা ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
সম্প্রতি ভারতীয় আমের কয়েকটি চালানে টোবাকো হোয়াইটফ্লাই (তামাকের এক প্রকার বিষাক্ত পোকা) সনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় ইইউ। আরটিএনএন

এ জাতীয় আরও খবর