রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা

রিয়াসাদ আজিম ॥ চলতি মওসুমে সোনালি আঁশ পাটের বাম্পার ফলন হবে বলে আশা করছেন ব্রাহ্মণবাড়িয়ার পাটচাষিরা। ইতোমধ্যে জেলার পাটচাষিদের মধ্যে ব্যাপক আনন্দ এবং উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। জেলা কৃৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর এখন পর্যন্ত জেলায় প্রায় তিন হাজার ৮৮৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। এ বছর ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার ৪১৫ হেক্টর জমি। এ দিকে পাট চাষ করার পর সময়মতো বৃষ্টি হওয়ায় পাট ভালো হয়েছে বলে দাবি স্থানীয় কৃষকদের। এ ছাড়া কৃষকদের আধুনিক চাষপদ্ধতিসহ বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। সরেজমিন জেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে শোভা পাচ্ছে সবুজ পাটগাছ। কৃষি সম্প্রসারণ অধিদফতর পাটচাষি ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, এ বছর জেলায় পাটের বাম্পার ফলন হবে বলে মনে করছেন তারা। সরাইল উপজেলার দেওড়া গ্রামের কৃষক জাফর আলী ভূঁইয়া জানান, এ বছর তিনি প্রায় পাঁচ একর জমিতে পাট চাষ করেছেন। পাট বোনার পর সময়মতো বৃষ্টি হওয়ায় পাটের গাছ বেশ ভালোভাবে বেড়ে উঠতে পারছে। পাট চাষে কৃষি বিভাগ বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। এ বছর পাটের ভালো ফলন পাবে বলে আশা করছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো: বছির উদ্দিন জানান, এ বছর পাট চাষের জন্য প্রয়োজনীয় সার, ভালো জাতের বীজ ও কীটনাশক ন্যায্যমূল্যে পর্যাপ্ত পরিমাণে সরবরাহের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদফতর নিয়মিত তদারকি করছে। এ বছর ব্রাহ্মণবাড়িয়ায় পাটের অবস্থা খুব ভালো। আবহাওয়া অনুকূল থাকলে জেলায় চলতি মওসুমে পাটের বাম্পার ফলন হবে বলে আশা করছি।

এ জাতীয় আরও খবর

অমিতাভের নাতিকে জড়িয়ে ধরলেন রেখা, তারপরই চোখে জল

আমলকী খেলে কি চোখ ভালো থাকে?

ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ৩১৬

বেনাপোল বন্দর দিয়ে ২৫ দিনে এলো ৩৩২০ টন চাল

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের শেষ রক্ষা হলো না

অবৈধ অভিবাসন: ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

সোনার দাম কমলো, ভরি ১৩৮৪৯৮ টাকা

যারা হলে ছাত্ররাজনীতি চায় না, তারা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে

সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুযোগ পেলেন বিচারকরাও

গুমের ঘটনায় হাসিনার সম্পৃক্ততা রয়েছে, র‍্যাব বিলুপ্তির সুপারিশ

শৈত্যপ্রবাহ থাকলেও রোববার থেকে বাড়তে পারে দিনের তাপমাত্রা