শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা

রিয়াসাদ আজিম ॥ চলতি মওসুমে সোনালি আঁশ পাটের বাম্পার ফলন হবে বলে আশা করছেন ব্রাহ্মণবাড়িয়ার পাটচাষিরা। ইতোমধ্যে জেলার পাটচাষিদের মধ্যে ব্যাপক আনন্দ এবং উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। জেলা কৃৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর এখন পর্যন্ত জেলায় প্রায় তিন হাজার ৮৮৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। এ বছর ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার ৪১৫ হেক্টর জমি। এ দিকে পাট চাষ করার পর সময়মতো বৃষ্টি হওয়ায় পাট ভালো হয়েছে বলে দাবি স্থানীয় কৃষকদের। এ ছাড়া কৃষকদের আধুনিক চাষপদ্ধতিসহ বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। সরেজমিন জেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে শোভা পাচ্ছে সবুজ পাটগাছ। কৃষি সম্প্রসারণ অধিদফতর পাটচাষি ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, এ বছর জেলায় পাটের বাম্পার ফলন হবে বলে মনে করছেন তারা। সরাইল উপজেলার দেওড়া গ্রামের কৃষক জাফর আলী ভূঁইয়া জানান, এ বছর তিনি প্রায় পাঁচ একর জমিতে পাট চাষ করেছেন। পাট বোনার পর সময়মতো বৃষ্টি হওয়ায় পাটের গাছ বেশ ভালোভাবে বেড়ে উঠতে পারছে। পাট চাষে কৃষি বিভাগ বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। এ বছর পাটের ভালো ফলন পাবে বলে আশা করছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো: বছির উদ্দিন জানান, এ বছর পাট চাষের জন্য প্রয়োজনীয় সার, ভালো জাতের বীজ ও কীটনাশক ন্যায্যমূল্যে পর্যাপ্ত পরিমাণে সরবরাহের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদফতর নিয়মিত তদারকি করছে। এ বছর ব্রাহ্মণবাড়িয়ায় পাটের অবস্থা খুব ভালো। আবহাওয়া অনুকূল থাকলে জেলায় চলতি মওসুমে পাটের বাম্পার ফলন হবে বলে আশা করছি।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা