স্কুলের নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ১৫
প্রতিনিধি:নাসিরনগরে গুনিয়ক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ধারালো অস্ত্রসহ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গুনিয়ক উচ্চ বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান বাদল ও বর্তমান ইউপি এবং বিদ্যালয়ের চেয়ারম্যান গোলাম খান্দানি পিয়ার মধ্যে নির্বাচন ঘিরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে উভয় গোষ্ঠীর লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।
দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের মাধবপুর ও নাসিরনগর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফজু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ধারালোঅস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল কাদের জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নির্বাচন স্থগিত করে দেয়া হয়েছে।