যকৃতের প্রদাহে ভুগছেন মুশফিক
কিছু দিন ধরেই জ্বরে ভুগছিলেন। আবহাওয়াজনিত সমস্যাই মনে হচ্ছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার অ্যাপোলো হাসপাতালে পরীক্ষা করাতে গেলে চিকিত্সকেরা হাসপাতালে ভর্তি হতে বলেন মুশফিকুর রহিমকে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, মুশফিক ভাইরাসজনিত যকৃতের প্রদাহে ভুগছেন। জ্বরটাও এ কারণেই। তবে মুশফিকের অসুস্থতা গুরুতর কিছু নয় বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী।
আজ প্রথম আলোকে ডা. দেবাশীষ বলেন, ‘মুশফিকের জ্বর জ্বর ভাব ছিল। গতকাল অ্যাপোলো হাসপাতালে যাওয়ার পর প্রাথমিক পরীক্ষা করে দেখা গেছে ওর ভাইরাল হেপাটাইটিসের সমস্যা দেখা দিয়েছে। এটা এক ধরনের লিভারের প্রদাহ। এ কারণেই জ্বরটা হয়েছে। পরে হাসপাতালের চিকিত্সকদের পরামর্শে ও সেখানেই ভর্তি হয়েছে। তবে এটা গুরুতর কিছু নয়।’
মুশফিকের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আজকে ও অনেক ভালো আছে। জ্বরটাও সেভাবে নেই। তবে এ ধরনের অসুস্থতার ফলে শারীরিক দুর্বলতা দেখা দেয়। এই দুর্বলতা কাটিয়ে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে।’
পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে মুশফিকের কত দিন সময় লাগতে পারে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ডা. দেবাশীষ বলেছেন, ‘আসলে আজ রাতে বা কাল সকালে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট আসার কথা। সেগুলো দেখলেই বোঝা যাবে ওর পুরো সুস্থ হতে কত দিন সময় লাগতে পারে।’