সালমানের বিরুদ্ধে শুনানি শুরু
বিনোদন প্রতিবেদক : গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার অভিযোগে সালমান খানের বিরুদ্ধে নতুন করে শুনানি শুরু হয়েছে। বেশ কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে মুম্বাইয়ের একটি দায়রা আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার। তবে এদিন সালমান খান আদালতে উপস্থিত ছিলেন না।
২০০২ সালের সেপ্টেম্বরে সালমানের গাড়ি ফুটপাতে উঠে গেলে এতে চাপা পড়ে এক ব্যক্তি মারা যায়। আহত হয় আরো চারজন। এ ঘটনায় সালমান খানের বিরুদ্ধে গাফিলতির কারণে হত্যার অভিযোগ আনা হয়। এতে দোষী সাব্যস্ত হলে দু’ বছরের কারাদণ্ড হয় এই বলিউড অভিনেতার।গত বছর ৫ ডিসেম্বর সংশ্লিষ্ট আদালত পুরনো মামলা বন্ধ করে সালমানের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা মামলা দায়ের করার নির্দেশ দেয়। সেই মামলার সামনের শুনানীর দিন ৬ মে ধার্য্য করে ওইদিন সালমান খানকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে।