দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি
ব্রাহ্মণবাড়িয়ায় দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এ শিলাবৃষ্টিতে কোনো ফসলহানী হয়নি।
শুক্রবার দুপুরের কাঙ্ক্ষিত এ বৃষ্টি শুরু হয়। এতে গরমের তীব্রতা ও অস্বস্তিকর অবস্থার কিছুটা হলেও লাঘব হয়েছে বলে জানান এলাকাবাসী।
দুপুর তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত একটানা চলে বৃষ্টি। জেলা শহর ছাড়াও সরাইল, আশুগঞ্জ, নবীনগর, নাসিরনগর ও আখাউড়াসহ বিভিন্ন উপজেলায় দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়। জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কৃষক মো. হাবিব মিয়া জানান, শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও এ বৃষ্টিতের তেমন কোনো ক্ষতি হয়নি। বরং লোডশেডিংয়ের কারণে বোরো জমিতে সেচ দিতে না পারায় এ বৃষ্টি আশির্বাদ হয়েছে।
অপর এক চাষী শাহাদাত হোসেন জানান, অনেকদিন পর বৃষ্টি হওয়ায় গরমের তীব্রতা কমেছে। তবে আরো বেশি সময় ধরে বৃষ্টি হলে আরো ভাল লাগত।