আল আমীন শাহীন : ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়ক এবং ফুটপাত দখল করে গড়ে উঠেছিল বিভিন্ন অবৈধ স্থাপনা সহ দোকান। শহরের কুমারশীল মোড়, হাসপাতাল রোড,জেল রোডে অবৈধ স্থাপনার জন্য দীর্ঘদিন দূর্ভোগের শিকার ছিল শহরবাসী। মঙ্গলবার সড়ক ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলায় সন্তোষ প্রকাশ সহ স্বস্তি পেয়েছে শহরবাসী।