সম্মাননা পেলেন অ্যাড. লুকমান হোসেন
পৌর কমিউনিটি পুলিশিং-এর সফল সংগঠক হিসেবে শিক্ষানুরাগী অ্যাড. লোকমান হোসেন এপিপিকে কমিউনিটি পুলিশের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ-২০১৪ অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রদান অতিথি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (সিআইডি) ও এনপিডি পিআরপি মো. মোখলেছুর রহমান (বার)।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী পিপিএম, জেলা প্রশাসক ড. মোশারফ হোসেন, জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পিপিএম (বার), ব্রাক্ষ্মণবাড়িয়া পৌরসভার সফল মেয়র মো. হেলাল উদ্দিন।
উল্লেখ্য অ্যাড. লুকমান হোসেন ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। সদালাপী এবং সজ্জন ব্যক্তি লুকমান দলমত নির্বিশেষে সবার প্রিয়। তিনি নিরলসভাবে সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
এই সম্মাননা পাওয়ার পর অনুভূতি ব্যক্ত ব্যক্ত করতে গিয়ে লুকমান বলেন, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে জনহিতকর কাজে নিজেকে নিবেদিত করতে উদ্দীপনা যোগাবে। এ সম্মাননা পেয়ে আমি নিজেকে গর্বিতবোধ করছি। আমি বাংলাদেশ পুলিশের কাছে কৃতজ্ঞ।