বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মন্টেকার্লোয় ‘অল সুইস’ ফাইনাল

মন্টেকার্লোয় ‘অল সুইস’ ফাইনালের সব বন্দোবস্ত পাকাপাকি করে ফেললেন রজার ফেদেরার। কাল সেমিতে আগেরবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে তিনি পৌঁছে গেছেন মন্টেকার্লো মাস্টার্সের ফাইনালে। এর আগেই অবশ্য ফাইনালে উঠে গিয়েছিলেন আরেক সুইস অস্ট্রেলীয় ওপেন জয়ী স্তানিসলাস ভাভরিঙ্কা। তাঁর কাছে হেরেছেন স্পেনের ডেভিড ফেরার।

ফেদেরার জোকোভিচকে হারিয়েছেন বটে, কিন্তু সেই জয়ে একটা খচখচানি থাকছেই। বিজিত জোকোভিচ তো পুরোপুরি সুস্থ ছিলেন না। ডান হাতের কবজির চোট তাঁকে ভালোই ভোগাচ্ছে। তাই ৭-৫, ৬-২ জয়টা সুইস তারকাকে পুরোপুরি স্বস্তি দিতে পারছে না। হাতে ব্যান্ডেজ বেঁধে খেলতে নামা জোকোভিচের স্পিরিটের প্রশংসাই ঝরেছে ফেদেরারের কণ্ঠে, ‘ওর শটে স্বাভাবিক স্পিনের অনুপস্থিতির সুযোগটা আমি নিয়েছি। সে পুরোপুরি ফিট ছিল না। এমনকি ৯০ শতাংশও নয়। ওই পরিমাণ ফিট থাকলে জোকোভিচের মতো বিপজ্জনক খেলোয়াড় খুব কমই আছে। প্রথম সেটে তো বড় বিপদেই সে ফেলে দিয়েছিল আমায়।’

জোকোভিচ অবশ্য এই হারে ভাগ্যকেই দুষতে চান, ‘কয়েক সপ্তাহ ধরে চোটটা আমায় অসম্ভব ভোগাচ্ছে। রজারের বিপক্ষে ফিট না হয়ে খেলার কোনো মানে হয় না। কী বলব, এটা আমার দুর্ভাগ্য।’

তবে জোকোভিচের স্বস্তি যে চোটটা বিশ্রাম নিলেই সেরে যাবে। এ জন্য কোনো অস্ত্রোপচারের দরকার হবে না, ‘স্বস্তি একটাই যে কোনো অস্ত্রোপচার লাগছে না। তবে বেশ কিছু দিন টেনিসের বাইরে থাকতে হবে।’

এদিকে, জোকোভিচের এই চোট সংশয় তৈরি করেছে তাঁর ফ্রেঞ্চ ওপেনে খেলা নিয়েও। মাত্র ছয় সপ্তাহ পরেই যে শুরু হচ্ছে লাল কোর্টের এই মহারণ। জোকোভিচ না থাকলে তা কিছুটা রং হারাবে তো বটেই।

ফেদেরারের ফাইনালের প্রতিপক্ষ ভাভরিঙ্কাকে ‘সহজ’ মনে হলেও ২০০৯ সালে এই মন্টেকার্লো মাস্টার্সে তাঁর বিপক্ষেই হারের তিক্ত অভিজ্ঞতা আছে বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড়ের। এএফপি।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি