আখাউড়া উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ
আখাউড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইসচেয়ারম্যানরা শপথ নিয়েছেন। মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবু আব্দুল্লাহ তাদের শপথ পাঠ করান।
শপথ নেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মুসলিমউদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন ভূইয়া ও নারী ভাইসচেয়ারম্যান পিয়ারা বেগম (পিওনা)।
উল্লেখ্য, গত ২৩ মার্চ আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।