বলিউডের তারকাদের নববর্ষের শুভেচ্ছা
আমাদের ব্রাহ্মণবাড়িয়া এপ্রিল ১৫, ২০১৪
বাঙালির প্রাণের উত্সব পয়লা বৈশাখ। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় বর্ণিল উত্সবের আমেজে। একই সময়ে ভারতের পাঞ্জাব, তামিলনাড়ু, কেরালা এবং আসামেও বর্ষবরণ উত্সব পালিত হয়। পাঞ্জাব, তামিলনাড়ু, কেরালা ও আসামে এই উত্সবের নাম যথাক্রমে বৈশাখী, পাথান্ডু, বিষু ও বিহু। এ উপলক্ষে ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকা শ্রীদেবী, বিপাশা বসু ও ফারহান আখতার। আরও শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের প্রখ্যাত প্লেব্যাক গায়ক ও সংগীত পরিচালক শংকর মহাদেভান।
নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় খুদে ব্লগসাইট টুইটারকে বেছে নিয়েছেন শ্রীদেবী, বিপাশা, ফারহান ও শংকর।
‘ইংলিশ-ভিংলিশ’ তারকা শ্রীদেবী তাঁর টুইটার-বার্তায় লিখেছেন, ‘নতুন বাংলা বছর সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। শুভ নববর্ষ।’ তিনি আরও লিখেছেন, ‘শুভ তামিল নববর্ষ। কামনা করছি, নতুন বছরে আপনাদের জীবনে অনেক সাফল্য আসুক ও উন্নতি হোক।’
বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা বসু সংক্ষিপ্ত এক টুইটার-বার্তায় লিখেছেন, ‘সবাইকে বৈশাখের শুভেচ্ছা।’ এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
‘ভাগ মিলখা ভাগ’খ্যাত বলিউডের অভিনেতা ও চলচ্চিত্রনির্মাতা ফারহান আখতার টুইট করেছেন, ‘বিষু, বিহু ও বৈশাখী উপলক্ষে সবার প্রতি শুভ কামনা রইল।’
চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া প্লেব্যাক গায়ক ও সংগীত পরিচালক শংকর মহাদেভান তাঁর ভক্তদের উদ্দেশে টুইটার-বার্তায় লিখেছেন, ‘শুভ বিষু। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনেক অনেক শান্তি আর সুখ।’