ব্রাহ্মণবাড়িয়ায় বর্ষবরণে নানা আয়োজন
বাংলা নববর্ষ বরণে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন, শ্রেণী পেশার মানুষ নানা কর্মসূচী পালন করছে আজ । জেলা প্রশাসনের উদ্যোগে ১ লা বৈশাখ সকাল ৭ টায় ট্যাংকের পাড় থেকে আনন্দ শোভাযাত্রা। ফারুকীপার্ক সংলগ্ন ডিসি মেলা দিনব্যাপী বৈশাখী মেলা চলছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠি খেলা, মোরগ লড়াই পুতুল নাচ,এছাড়া কারাগার হাসপাতাল শিশু পরিবার এ উন্নত মানের দেশী খাবার পরিবেশন হবে।
বর্ষবরণে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির উদ্যোগে সপ্তাহব্যাপী ২৮ তম বৈশাখী উৎসব হচ্ছে শহীদ ধীরেন্দ্র নাথ ভাষা চত্বর এলাকায়। সপ্তাহব্যাপী এ উৎসবে প্রতিদিনই রয়েছে নানা বর্ণাঢ্য কর্মসূচী। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রেনী পেশার মানুষ বিভিন্ন কর্মসূচীতে বর্ষবরণ করছে।