সোমবার সাবেক সংসদ সদস্য দিলারা হারুনের ২য় মৃত্যু বার্ষিকী
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কৃতি কন্যা, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও নারী মুক্তিযোদ্ধা দিলারা হারুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে সোমবার সকালে মরহুমার মেয়ে শিরিন সুলতানা কংকনের শহরের বনিক পাড়ার বাসায় কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দুপুরে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় অনাথ শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হবে। মরহুমার আত্মার মাগফেরাত কামনা করার জন্য তার মেয়ে জেলাবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য ২০১২ সালের ১৪ এপ্রিল বিকেলে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি ইন্তেকাল করেন।