বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাকার জন্য চুক্তিভঙ্গ করলেন হৃতিক!

করণ জোহরের ‘শুদ্ধি’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন হৃতিক। কিন্তু পরে তিনি ছবিটি থেকে নিজেকে গুটিয়ে নেন। শুরুতে জানানো হয়েছিল ব্যক্তিগত কারণেই হৃতিক এমন করেছেন। কিন্তু সম্প্রতি হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে ঘনিষ্ঠ একটি সূত্র। সূত্রটির বরাতে মিড-ডে ডটকম জানিয়েছে, ছবির লাভের ৪০ শতাংশ দাবি করেছিলেন হৃতিক। কিন্তু করণ তাতে রাজি হননি বলেই ছবিটি থেকে পিঠটান দিয়েছেন হৃতিক।



অনেক আগেই ‘শুদ্ধি’ ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন বলিউডের প্রখ্যাত নির্মাতা ও প্রযোজক করণ জোহর। কিন্তু শুরু থেকেই ছবির অভিনয়শিল্পী নির্বাচন নিয়ে বিপাকের মধ্যে পড়ে যান তিনি। ছবিটিতে হৃতিক রোশন ও কারিনা কাপুর খানের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।



হৃতিক ও কারিনাকে না পেয়ে ছবিটিতে কারিনার পরিবর্তে ‘রাম-লীলা’ তারকা দীপিকা পাড়ুকোনকে নেওয়া হয়। ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষরও করেছেন বর্তমান সময়ের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী দীপিকা। ছবিটি তৈরির ঘোষণা দেওয়ার পর এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ছবিটির মূল অভিনেতা চূড়ান্ত করতে পারেননি করণ জোহর।



করণ জোহর তাঁর ‘শুদ্ধি’ ছবিটি পরিচালনার দায়িত্ব দিয়েছেন করণ মালহোত্রাকে। ‘মাই নেম ইজ খান’ ছবিতে করণ জোহরের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন করণ মালহোত্রা। ২০১২ সালে এই প্রযোজক-পরিচালক জুটি ‘অগ্নিপথ’ ছবি উপহার দিয়েছিলেন। বক্স অফিসে রীতিমতো তোলপাড় তুলেছিল ছবিটি। বক্স অফিসে এর আয়ের পরিমাণ ছিল প্রায় ২০০ কোটি রুপি।



‘অগ্নিপথ’ ছবির সাফল্যের পর ভালোবাসার গল্পনির্ভর ‘শুদ্ধি’ ছবি তৈরির কাজ হাতে নেন করণ জোহর ও করণ মালহোত্রা। ছবিটির শুটিং হবে ভারতের মুম্বাই ও উত্তরাখণ্ডে। চলতি বছরের মাঝামাঝিতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। আর ছবিটি আগামী বছর মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। তবে শিল্পী সংকটে যথাসময়ে ছবির কাজ শেষ হয় কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ