শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সেরা সুন্দরী কোয়েল

koyal-ranaমিস ইন্ডিয়া ২০১৪-এর মুকুট পরলেন কোয়েল রানা। ভারতের ২৪ জন সুন্দরীকে পেছনে ফেলে তিনি এ মুকুট অর্জন করেন। শনিবার রাতে জমকালো অনুষ্ঠানে কোয়েলকে সেরা সুন্দরী নির্বাচিত করা হয়। গত বছরের মিস ইন্ডিয়া নবনীত কৌর ধিঁলো ও ২০১৩ সালে মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং বিজয়ীর মুকুট পরিয়ে দেন কোয়েলের মাথায়। কোয়েল চলতি বছর অনুষ্ঠেয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডে ভারতের প্রতিনিধিত্ব করবেন। মিস ইন্ডিয়া ২০১৪-এর প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ঝাটালেকা মালহোত্রা। দ্বিতীয় রানার আপ হয়েছেন গেইল নিকোল দা সিলভা।

সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।