মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

প্রখ্যাত ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ মোহাম্মদ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশ ছাত্রলীগের বিশিষ্ট নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেনর ৪০তম মৃত্যুবার্ষিকী শনিবার উদযাপন উপলক্ষে মরহুমের পিতা বর্ষীয়ান ভাষা সৈনিক ও আইনজীবি আলহাজ্ব এডঃ আব্দুস সামাদের বাসভবনে পবিত্র কোরানখানী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট আলেম, উলামা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ। জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ হাবিবুল্লাহ্ ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডঃ তারিকুল ইসলাম খান, সাবেক ভিপি পৌর নাগরিক কমিটির সভাপতি মকবুল হোসেন তালকুদারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে সৎ নিষ্ঠাবাদন মুক্তিযোদ্ধার অবদানের জন্য তাকে জান্নাতবাসী করার জন্য দোয়া করেন। শহীদ মোহাম্মদ হোসেন ১৯৭৪ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে বি এ অনার্স ক্লাসে অধ্যয়নকালে বিশ্ববিদ্যালয়ের আরও ৬ জন ছাত্রনেতাসহ নিষ্ঠুর রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হন।