সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ইরাকে বোমা হামলায় ২০ সেনা নিহত

image_121228ইরাকে বোমা হামলায় কর্নেলসহ ২০ সেনা নিহেতর খবর পাওয়া গেছে। তাদের বেশিরভাগ দেশটির রাজধানী বাগদাদের উত্তরপশ্চিমের একটি ছোট শহরে বোমা হামলার শিকার হয়ে নিহত হন। শনিবার কয়েকটি হামলায় এসব নিহতের ঘটনা ঘটে। খবর রয়টার্স।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বাগদাদের ৩০ কিমি উত্তরপশ্চিমের গারমা শহরে ভয়াবহ হামলার ঘটনাটি ঘটে। জঙ্গিদের ছেড়ে যাওয়া একটি বাড়িতে প্রবেশের সময় আগে থেকে পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে অন্তত ১৩ জন সেনা নিহত হন সেখানে। কারা বোমাটি পেতে রেখেছিল তা জানা যায়নি।

ইরাকি সেনাদের ব্যবহার করা ওই বাড়িটি গত সপ্তাহে দখল করে নিয়েছিল বিদ্রোহী জঙ্গিরা। পরে জঙ্গিরা পিছু হটে বাড়িটি ছেড়ে গেলে শনিবার সকালে সেনারা সেখানে যায়। তারা বাড়িটিতে প্রবেশ করা মাত্রই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।