মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন করে মুখোমুখি দুই পুরোনো শত্রু

লা লিগার শিরোপা জয়ের জন্য জোর লড়াই চালাচ্ছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ দুই পরাশক্তি আজ মুখোমুখি হচ্ছে ইউরোপসেরার লড়াইয়েও। ম্যাচের আগে দুই দলের শক্তিমত্তা-দুর্বলতা, তারকাদের সাম্প্রতিক পারফরম্যান্স—এসব আলোচনাতেই সরগরম থাকার কথা ইউরোপিয়ান ফুটবল অঙ্গন। কিন্তু সবকিছু ছাপিয়ে আলোচনায় চলে এসেছে দুই কোচের পুরোনো শত্রুতার ইতিহাস। ২৬ বছর আগের একটি পুরোনো যুদ্ধের প্রভাবই আজ পড়তে যাচ্ছে মেসি-কস্তাদের লড়াইয়ে।



ঘটনাটি ১৯৮৮ সালের। বার্সেলোনার কোচ জেরার্ডো মার্টিনো ও অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে তখন খেলতেন আর্জেন্টাইন লিগে। সেই বছরের জানুয়ারিতে তাঁরা একে অপরের মুখোমুখি হয়েছিলেন। সিমিওনে তখন ১৮ বছরের তরুণ। মার্টিনো ২৮ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার। সেই ম্যাচে সিমিওনের জন্য খুবই তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মার্টিনোকে। সিমিওনেকে ফাউল করার দায়ে লাল কার্ড দেখতে হয়েছিল বার্সেলোনার বর্তমান এই কোচকে। মজার ব্যাপার হলো মিনিট দশেক পরে সিমিওনেও দেখেছিলেন লাল কার্ড। অতিরিক্ত অভিনয় করে যে রেফারিকে প্রভাবিত করেছিলেন, সেটা সম্প্রতি স্বীকারও করে নিয়েছেন সিমিওনে। মার্টিনোর সঙ্গে পুরোনো শত্রুতার কথা জানিয়ে অ্যাটলেটিকোর এই কোচ বলেছেন, ‘সেটা ছিল মাঠের একটা ঘটনা। তিনি কোনো কিছুতে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, আমিও কিছুটা বাড়াবাড়ি করেছিলাম আর শেষ পর্যন্ত রেফারি তাঁকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিলেন। ১০ মিনিট পরে আমারও একই পরিণতি হয়েছিল। সম্ভবত রেফারি তাঁর আগের সিদ্ধান্তের খেসারত দিতে চেয়েছিলেন।’



এবারের মৌসুমে এর আগেও তিনবার মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো। তিনবারের একবারও নির্ধারণ হয়নি জয়-পরাজয়। প্রথমবার ড্র হয়েছিল ১-১ গোলে। পরের দুবারই গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছিলেন মেসি-ডিয়েগো কস্তারা। এবার চ্যাম্পিয়নস লিগে নিশ্চয়ই জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবেন সিমিওনে ও মার্টিনোর শিষ্যরা। দুই কোচের পুরোনো শত্রুতার কাহিনিও যে এই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করবে, সেটাও বলার অপেক্ষা রাখে না।— রয়টার্স

এ জাতীয় আরও খবর

অধ্যাদেশ জারি: বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল

আজমির শরিফে গিয়ে বিচার চাইলেন অভিনেত্রী শ্রাবন্তী

পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

পরিবহন খাতের মাফিয়া ছিল শাজাহান খান গং

চাঁদা ও দখলবাজি রোধে হিমশিম খাচ্ছে বিএনপি

ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন

সহিংসতায় উত্তপ্ত মণিপুরের বর্তমান অবস্থা সম্পর্কে যা জানা গেলো

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার

হাত ধোয়ার জন্য ফের ২০ কোটি টাকা আবদার!

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির উসকানির অভিযোগে হৃদয় গ্রেফতার

বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল

এইচএসসির ফল কবে জানে না বোর্ড, প্রস্তাবনার অনুমোদনও মেলেনি