রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সোনার বারসহ তিন পুলিশ গ্রেপ্তার

রাজধানীর রামপুরা থানার তিন পুলিশসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়েছে। পুলিশের ওই তিন সদস্যকে বরখাস্ত করা হয়েছে।



গতকাল সোমবার রাতে ঢাকার বাইরে তিনটি জেলা শহরে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের অনলাইন নিউজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।



গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল আলম, দুই কনস্টেবল ওয়াহিদ ও আকাশ এবং তাঁদের সোর্স রানা। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য রানার স্ত্রী ও গাড়িচালককে আটক করেছে ডিবি।



ডিবি জানিয়েছে, গত ১৩ মার্চ রাজধানীর বনশ্রী এলাকায় পুলিশের গাড়ি দেখে একটি মাইক্রোবাস দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একটি গলির ভেতরে মাইক্রোবাসটি রেখে পালানোর সময় সমীর ও মুহিন নামের দুজনকে আটক করে কর্তব্যরত পুলিশ। ঘটনার তিন দিন পর আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে রামপুরা থানায় একটি চোরাচালান মামলা দায়ের করে বনশ্রী এলাকায় সেদিন দায়িত্বে থাকা পুলিশ। মামলায় আসামিদের কাছ থেকে ৭০টি সোনার বার উদ্ধার করার কথা বলা হয়। থানা হেফাজতে নেওয়ার পর ওই দুই আসামি জানান, তাঁদের কাছে আরও সোনার বার ছিল।



এরপর ডিএমপির কমিশনার বেনজীর আহমদের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে ডিবি। গতকাল রাতে ডিবির পৃথক তিনটি দল নারায়ণগঞ্জ, গাজীপুর ও বগুড়ায় অভিযান চালিয়ে পুলিশের তিন সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর