মঙ্গলবার থেকে আখাউড়ায় কালনী এক্সপ্রেসের যাত্রাবিরতি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশনে মঙ্গলবার থেকে যাত্রীবাহী কালনী এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি দেবে।
কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির খবরে আখাউড়াবাসী উচ্ছসিত ও আনন্দিত।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মোতালেব হোসেন কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী কালনী এক্সপ্রেস (৭৭৩) ট্রেনটি ১ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় আজমপুর স্টেশনে যাত্রা বিরতি দেবে। এরপর থেকে এ বিরতি নিয়মিত চলবে।
গত ৩১ জানুয়ারি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এক গণসংবর্ধনা অনুষ্ঠানে আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশনে কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার প্রতিশ্রুতি দেন।