শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুবাইয়ে বঙ্গবন্ধু পরিষদের স্বাধীনতা দিবস উদযাপন

uuu৪৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু পরিষদ দুবাই শাখা।

২৮ মার্চ শুক্রবার দুবাইয়ের কে.জি.এন. রেস্টুরেন্ট হল রুমে গত এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম. আলমগীর জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মাসুদুর রহমান।

শৈবাল বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শারজাহ বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর চৌধরী। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কমিটির উপদেষ্টা সাইফুদ্দিন আহম্মদ, দুবাই আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওলানা গোলাম কিবরীয়া ফরিদপুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি কাজী মোহাম্মদ আলী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ এনে দিয়েছেন। তার যোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন।

সভায় বঙ্গবন্ধুর জীবনী ও সস্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এ জাতীয় আরও খবর