আওয়ামীলীগের প্রার্থীদের সমর্থনে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভায় মোক্তাদির চৌধূরী এম,পি
ডেস্ক রিপোর্ট :আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীদের সর্মথনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মার্চ সন্ধ্যায় হালদাপাড়াস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম নেতা, বীর মুক্তিযোদ্ধা জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এডঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগ ও ১৪ দলের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম ভূইয়া, জেলা বারের সাবেক সভাপতি এড. নুর মোহাম্মদ জামাল, স্পেশাল পিপি এড.তাজুল ইসলাম, আওয়ামীলীগের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী এড. তাসলিমা সুলতানা খানম নিশাত।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম.সাইদুজ্জামান আরিফ এর পরিচালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছা সেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মফিজুল হক ভুইয়া মামুন, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান জুয়েল, মনিরুজ্জামান শিপু, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আল ফয়সাল, আহমেদুল কবির রাজিব, মোঃ হেলাল উদ্দিন, সাইদুল ইসলাম জুয়েল, মোঃ জামাল উদ্দিন জামাল, মোঃ ছফিউল্লাহ, মোকতার হোসেন জাকির প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক ব্রাহ্মণবাড়িয়া গঠন করতে হলে জেলায় বিদ্দমান প্রত্যেক সরকারি-আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ বাস্তবয়নে সম্বন্নিত পরিকল্পনা ও অংশ গ্রহন প্রয়োজন। তাই সংসদীয় কার্যক্রম, জেলা পরিষদ ও পৌরসভার মত উপজেলা প্রশাসনও আমাদের নিজ দলের আয়ত্বে থাকলে জেলার উন্নয়ন কাজে গতিশলতা থাকবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তাই আগামী নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের ভোট দিতে সদর উপজেলাবাসীর প্রতি তিনি আহবান জানান।এসময় তিনি আওয়ামীলীগের ৩ জন প্রার্থীদের বিজয়ী করেত স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।