শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪৮ মহিলা সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

par-3ডেস্ক রিপোর্ট : 

দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে ৪৮ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে । সেই সঙ্গে বুধবার বিকেলেই নির্বাচিতদের নামের সরকারি গেজেট প্রকাশ করা হবে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ।

নির্বাচিত নারী সদস্যরা হলেন : আওয়ামী লীগের তারানা হালিম, ফজিলাতুন নেসা বাপ্পী, ফজিলাতুন নেসা ইন্দিরা, আমিনা আহমেদ, পিনু খান, সানজিদা খানম ও নীলুফার জাফর উল্যাহ, সেলিনা জাহান লিটা, সফুরা বেগম রুমী, হোসনে আরা লুৎফা ডালিয়া, উম্মে কুলসুম স্মৃতি, বেগম আখতার জাহান, সেলিনা বেগম স্বপ্না, সেলিনা আখতার বানু, লায়লা আরজুমান বানু, শিরিন নাঈম পুনম, কামরুল লায়লা জলি, হ্যাপি বড়াল, রিফাত আমিন, নাসিমা ফেরদৌসী, লুৎফুন্নেছা, মমতাজ বেগম, মনোয়ারা বেগম, মাহজাবিন খালেদ, ফাতেমা জোহরা রানী, দিলারা মাহবুব আসমা, ফাতেমা তুজ্জ্বজোহরা, সাবিনা আক্তার তুহিন, রহিমা আক্তার, হোসনে আরা বাবলী, কামরুন নাহার চৌধুরী লাভলী, রোখসানা ইয়াসমিন ছুটি, নাভানা আক্তার, আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, শামছুন নাহার বেগম, ওয়াসিফা আয়শা খান, জাহানারা বেগম সুরমা ও ফিরোজা বেগম চিনু।
এ ছাড়া জাসদের লুৎফা তাহের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাংসদ হয়েছেন  ওয়ার্কার্স পার্টির হাজেরা খাতুনও।

এদিকে জাতীয় পার্টির নুর-ই হাসনা লিলি চৌধুরী, মাহজাবীন মোরশেদ, মেরিনা রহমান, শাহানারা বেগম ও রওশন আরা মান্নান সাংসদ হয়েছেন।

অন্যদিকে স্বতন্ত্র থেকে কাজী রোজী, নূর জাহান বেগম মুক্তা ও উম্মে রাজিয়া কাজল সাংসদ হয়েছেন।

আইন অনুযায়ী, নির্বাচিতদের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২৩ মার্চ নবনির্বাচিত এই ৪৮ মহিলা সংসদ সদস্য চলতি সংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর