শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সুপার ফুড গাজর

gagorডেস্ক রিপোর্ট : 

গাজর একটি জনপ্রিয় রঙিন এবং সুন্দরী সবজি। গাজর নিজে অনেক গুণের গুণীও বটে। এককথায় চোখের দৃষ্টিতে গাজর নজরকারা সবজি। গাজরের কাঁচা-পাকা বলে কোনো বিষয় নেই। এই সবজিটি খাওয়া যায় বিভিন্ন ভাবে, যেমন- কাঁচা অবস্থায় গাজর খেতে পারবেন এমনি এমনি। আর সাথে একটু লবণ মিশিয়ে খেলে স্বাদও বাড়বে।  তাতে অবশ্য পুষ্টিগুণের কোনো সমস্যা হবেনা।



গাজরকে কিন্তু সুপার ফুড বলা হয়। কারণ গাজর শুধু উর্বরতা শক্তিই বৃদ্ধি করে না বরং গাজরের রয়েছে অনেক পুষ্টিগুণ । অনেকেই হয়তো জানেন না যে পৃথিবীতে ১০০ রকমের গাজর পাওয়া যায়। সুতরাং খাওয়ায় ক্ষেত্রে উজ্জল রংয়ের, মাঝারি মানের গাজর বেছে নেওয়া উচিত। আর যদি পারেন দিনে একটি করে গাজর খাওয়ার চেষ্টা করেন।



গাজর রান্নায় উত্তম সবজির স্বাদ আনে। সাথে পুষ্টিটাও থাকে। তরি-তরকারিতে গাজর শুধু স্বাদ আর পুষ্টিমাণ বাড়ায় তা কিন্তু নয়, সাথে তরকারির সৌন্দর্যও বাড়িয়ে দেয়। 



তরিতরকারি বা কাঁচা খাওয়ার পাশাপাশি গাজর খাওয়ংা যায় আরো অনেক রকমারি রান্নায়। যেমন- ভেজিটেবল সালাদ, ফ্রুট সালাদ, সবজি ভাজি, নিরামিষ ইত্যাদি। গাজরের হালুয়া কিন্তুঅনেকের কাছে মজাদার প্রিয় একটি খাবার।



এবার জেনে রাখুন সুপার ফুড গাজরের পুষ্টিগুণ কি কি :

সৌন্দর্য বাড়ায় গাজর 

গবেষণা বলছে গাজরে এ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ’ আছে। নিয়মিত গাজর খেলে শরীরের রং ফর্সা হয়, মাথার চুল ও নখ ভাল থাকে। সুতরাং সৌন্দর্য পিপাসুদের জন্য এটি একটি দারুণ খবর।

গাজর আপনার বার্ধক্য রোধ করবে 

যারা  তারুণ্য ধরে রাখতে চান তারা বেশি বেশি গাজর খান। গাজরে আছে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিনের মত এ্যান্টিঅক্সিডেন্ট। যার ফলে গাজর বার্ধক্যরোধে কাজ করে।  

 

গাজর খেলে ভালো থাকলে দাঁত 

 ডেন্টিস্টদের মতে, গাজর চাবালে স্যালিভা নামক একটি উপাদান তৈরি হয়, যেটি দাঁতের ছিদ্রের জন্য দায়ী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। নিয়মিত গাজর খেলে দাঁতেরও অনেক উপকার হয়। বিশেষ করে দাঁতের প্লেক পরিস্কার করতে গাজর ঔষধের মত কাজ করে থাকে। 



ঝুঁকি কমবে হৃদরোগের 

গাজর খেলে আপনার হৃদরোগের ঝুঁকি  কমবে। গাজরে বিটা-ক্যারোটিন, আলফা-ক্যারোটিন ও লুটেইন এর মত এ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে এটি রক্তের কোলেস্টেরেল কমাতে সাহায্য করে। আবার গাজর আঁশযুক্ত সবজি হওয়ায় এটি রক্তের কোলেস্টেরেল শোষণ করে নেয়। 



 যকৃতের উন্নতি করবে গাজর 

গাজর একটি পরিস্কারকারী খাদ্য হিসাবে বিবেচিত। তাই এটি যকৃত পরিস্কার করতে ব্যাপকভাবে কাজ করে থাকে। এছাড়া গাজর যকৃতের চর্বি জমা রোধ করতে কাজ করে থাকে। সুতরাং যকৃতকে সবল রাখতে গাজর খান নিয়মিত।

 

গাজরের সংক্রমণ রোধি ক্ষমতা 

গাজরের আছে সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা। ভালো এ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে গাজর। শরীরের কোথাও কেটে গেছে, চামড়া উঠেগেছে ভাবনা নেইÑ কাঁটাছোড়া জায়গার রক্ত বন্ধ করতে কাঁচা বা সিদ্ধ করা গাজর লাগিয়ে দিন। 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা