ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্রীর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সিপাড়ায় কলেজ ছাত্রী মনিরা আকন মিতু (২০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার ভোর রাতে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহত মিতু কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শাইটশালা গ্রামের আশরাফ উদ্দিন আকনের বড় মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্সের ছাত্রী ছিলেন।
প্রতিবেশীরা জানায়, আশরাফ উদ্দিন আকন তার পরিবারকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফ পাড়ার কাঙ্গালনাথ পুকুরের পাড়ে তার মামা আতাউর রহমান (মনা মিয়ার) বাড়ির ৬তলায় দীর্ঘদিন যাবত বসবাস করছে। গত দুই দিন আগে বড় মেয়ে ও ছোট ছেলেকে বাসায় রেখে গ্রামের বাড়িতে যান। আজ সকাল ৬টার দিকে তার ছোট ছেলে ঘুম থেকে উঠে বোনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশিদের ঘুম ভাঙ্গে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, ময়না তদন্তের পর নিশ্চিত হতে পারব এটি হত্যা নাকি আত্মহত্যা।