বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় নিহত ১

বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় মানজারুল ইসলাম (২৩) নামে এক শিবির কর্মী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে শহরতলীর মেঘনিতলা কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রের বাইরে এ সহিংসতার ঘটনা ঘটে।


জানা গেছে, সকালে শহরতলীর মেঘনিতলা এলাকায় আওয়ামী লীগ সমর্থিত ও ১৯ দল সমর্থিত কর্মীদের সাথে বিরোধের জের ধরে এ সহিংসতা হয়। এ সময় মানজারুলসহ উভয় পক্ষের আট জন আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন মানজারুলকে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মানজারুল বাগেরহাটের কচুয়া উপজেলার চরটেংরাখালী গ্রামের শেখ আবজাল হোসেনের ছেলে। সে বাগেরহাট সরকারী পিসি কলেজে অর্থনীতি বিভাগে ২য় বর্ষের ছাত্র।

বাগেরহাট মডেল থানা পুলিশ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।