ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা দলের কালো পতাকা মিছিল
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখা নারী দিবসে ঢাকায় মহিলা দলের র্যালিতে পুলিশি বাঁধার প্রতিবাদে সোমবার বিকেলে স্থানীয় জেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাব প্রঙ্গণে জেলা মহিলা দলের সভাপতি এডঃ ইসমত আরার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী এডঃ হারুন আল রশিদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকন সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।