শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়নগরে দিনভর বিক্ষোভ মহাসড়ক অবরোধ আইনশৃঙ্খলা রক্ষায় সভা সমাবেশ নিষিদ্ধ ।

deathফরহাদুল ইসলাম পারভেজ ॥
গতকাল সোমবার গভীর রাতে বিজয়নগরের চর ইসলামপুরে আসামী ধরতে গ্রামে পুলিশ আসার খবরে পালাতে গিয়ে পানিতে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন হাসান আলী সর্দার (৬৫)। তিনি ইউনিনয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ভোর থেকে বিভিন্ন অঞ্চলের সুন্নী জামাতের সমর্থকরা ঘটনাস্থলে ভীর জমাতে থাকে। খবর পেয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক এড. তানভীর ভূইয়া, চান্দুরা ইউপি চেয়ারম্যান সামিউল হক চৌধুরী, ইছাপুরা ইউপির চেয়ারম্যান হাজী আক্তার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা চালায়। এর প্রতিবাদে বেলা সাড়ে ১০টার দিকে নিহতের সমর্থকরা লাশ নিয়ে এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা নামক স্থানে অবরোধ শুরু করে। বন্ধ হয়ে যায় সকল প্রকার যান চলাচল। এর ফলে মহাসড়কের উভয়পার্শ্বে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় বিজয়নগরের বিভিন্নস্থান থেকে সুন্নী জামাতের কয়েক হাজার সমর্থক চান্দুরায় জড়ো হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। বেলা ২টার দিকে ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে দফায় দফায় বৈঠক করে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ কর্মসূচী প্রত্যাহার করা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের অবরোধ কর্মসূচী প্রত্যাহার শেষে নিহত হাসান আলী সর্দারের লাশ নিয়ে তার সমর্থকরা বিজয়নগর সদরে বিক্ষোভ মিছিল করেন। অবরোধ চলাকালে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা সৈয়দ নাঈমুদ্দিন আহম্মেদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,পীর জাফরুল কুদ্দুস গালিব, সুন্নী আন্দোলনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক নূরে আলম সাঈদ, সুফী আহমেদ শাহ মোরশেদ, ছুন্নী আন্দোলনের নেতা মাঈনুদ্দিন টিটো, আরিফুল ইসলাম সবুজ। দিনভর সুন্নী জামাতের সমর্থকদের বিক্ষোভের কারণে কার্যত বিজয়নগর ছিল অচল। এদিকে গতকাল বিকেলে উপজেলা মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক জরুরী সভা ইউএনও বশিরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে এলাকার জনপ্রতিনিধিবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরণের মিছিল সমাবেশ বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়। ইউনিয়নের  চেয়ারম্যান আব্দুল হাফেজ ভূইয়া এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, তার মৃত্যু নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। সত্য মিথ্যা যাচাই না করে কিছু বলতে পারছিনা। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, পুলিশ আসামী ধরতে গেলে তিনি পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান এ ঘটনায় পুলিশী তদন্ত চলছে। পুলিশের কোন দুর্বলতার প্রমান মিললে পুলিশের বিরুদ্বে মামলা রুজু করা হবে।

 

এ জাতীয় আরও খবর