মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়নগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

যথাযোগ্য মদার্যায় বিজয়নগরে শনিবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদনি করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মাঠে এসে শেষ হয়।পরে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে এক মনুজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ফরিদা বেগম, সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রমজান আলী, সমবায় কর্মকর্তা গোলাম মহিউদ্দিন প্রমুখ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দুরা ইউপি চেয়ারম্যান শামিউল হক চৌধুরী, প্রেসকাব সভাপতি আমীর মাহমুদ ভূঁইয়া, শিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, দাউদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাপ্রভু  প্রমুখ।

এ জাতীয় আরও খবর