সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

তাবলীগ জামাতের উপর হামলা। মাদ্রাসার ছাত্রদের দ্বারা শহরের প্রধান রাস্তা অবরুদ্ধ।

06-hojur-1চরম উত্তেজনা বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ায়। একের পর এক বিক্ষোভ হয়েছে। হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে ফেইস বুকে উক্তি এই উত্তেজনার কারণ। বিক্ষোভ ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্প্রতি ফেইস বুকে হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে একটি উক্তির পর  ঘটনা ঘটে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় স্থানীয় মাওলানাদের সাথে পুলিশের বৈঠক ডাকা হয়। এ বৈঠকে তাদেরকে নিরাপত্তার আশ্বাস দেয়া হয়।
নিরাপত্তার আশ্বাস পেয়ে   তাবলীগ জামাতের  আমির মাওঃ  আবু বকর এর  নেতৃত্বে ব্রাক্ষনবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রসার ১৫ জনের একটি দল বিজয়নগর উপজেলার  চর ইসলাম পুরের নাজিরা বাদ মসজিদের দিকে রওয়ানা হয়। সন্ধ্যায় মাগিবের নামাজের পর  নাজিরা বাদ  এলাকার কিছু সংখ্যক দুষ্কৃতিকারী  দেশীয় অস্ত্র নিয় তাদের উপর হামলা চালায়। এলোপাথারী হামলায় তাবলীগ জামাতের  বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এক পযায়ে দুষ্কৃতিকারীরা আহতদের আটকিয়ে রাখে। এ ঘটনার খবর ব্রাক্ষনবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রসায় এসে পৌছলে   মাদ্রসার ছাত্রদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তারা দলে দলে মাদ্রাসা থেকে বেরিয়ে আসে। তারা এ সময় প্রধান সড়ক টি.এ রোড পুরো রাস্তায় অবরোধের সৃষ্টি করে এবং খন্ড খন্ড ভাবে মিছিল শুরু করে এবং তাবলীগ জামাতের ওপর আক্রমন কেন, জবাব দাও, সহ অন্যান্য   শ্লোগান প্রদান করে। টানা দুই ঘন্টা অবরোধের পর ম্রাদাসার শীষস্হানীয় শিক্ষকরা উপস্হিতে সদর থানার নিকটে বিক্ষোভ সমাবেশ করে। এখানে বক্তব্য রাখেন আল্লামা সাজিদুর রহমান, মাওঃ আঃ জিয়াউর রহমান , মাওঃ আঃ মুমিন।
আল্লামা সাজিদুর রহমান বলেন, “ইসলাম এ সব আন্দোলন পছন্দ করেনা, তবুও এই জঘন্য আচরনের জন্য আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার চাই। আমরা আশা করি প্রশাসন আমাদেরকে সঠিক বিচার উপহার দিবে। এর পর শিক্ষকরা মাদ্রাসার ছাত্রদেরকে বুঝিয়ে মাদ্রাসায় নিয়ে যান।

এ জাতীয় আরও খবর

গণমাধ্যমকে অবশ্যই পূর্ণ স্বাধীনতা দিতে হবে-বাঞ্ছারামপুর জুনায়েদ সাকী

কারাদণ্ড থেকে খালাস গিয়াস উদ্দিন আল মামুন

ভোটের অধিকার প্রতিষ্ঠায় নেমেছে ইসি: নাসির

সালমান-আনিসুল-পলকসহ ১৬ জন নতুন মামলায় গ্রেপ্তার

‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’

পুলিশ, র‌্যাব, আনসারের নতুন পোশাক চূড়ান্ত

৪০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: খন্দকার মোশাররফ

বিজিবির জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল

শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা

আজ সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

বাঞ্ছারামপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন