বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফান্দাউক দরবার শরীফের দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল

darbar-150x150নাসিরনগর উপজেলার ফান্দাউক দরবার শরীফের  পীরে  কামেলে মোকাম্মল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ আবদুস ছাত্তার নকসে বন্দী  (রঃ) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক (মাসুম) নকসে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) দ্বয়ের ২ দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে বিশাল প্যান্ডেল নির্মাণসহ মাহফিলের যাবতীয় প্রত্তুতি সম্পন্ন হয়েছে।  দুই দিনব্যাপী মাহফিলে মাওলানা কফিল উদ্দিন ছালেহী, ইনকিলাবের নিবার্হী সম্পাদক মাওলানা কবি রুহুল আমিন খান, মাওলানা অলিউলাহ আশিকী, সোনাকান্দা দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহমুদুল রহমানসহ দেশের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদগণ ওয়াজ নসিহত করবেন। প্রতি বছর এ মাহফিলে লাখ মুসলির উপস্থিতিতে মুখরিত হয় বিধৌত ফান্দাউক দরবার শরীফ। আগামী রবিবার বাদ ফজর গদ্দীনিশীন আলহাজ্ব মাওলানা সৈয়দ ছালেহ আহ্মাদ(মামুন) আখেরী মোনাজাত পরিচালনা করবেন।