শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাস সেক্টরে কমে আসছে গ্যাসের চাপ ॥ বন্ধ ৮টি কূপ

titas gasফরহাদুল ইসলাম পারভেজ: প্রাকৃতিক গ্যাস বিশ্বজুড়ে অপ্রতিদ্বন্দ্বি জনপ্রিয় জ্বালানী। বাংলাদেশ এর অফুরšত্ম ভান্ডার হিসেবে খ্যাত । সেই প্রাকৃতিক গ্যাস ধীরে ধীরে কমে আসছে। দেশের পূর্ব জনপথের উৎপাদিক গ্যাস কুপ পর্যবেক্ষনেই এর প্রমান মেলে। পূর্বাঞ্চলের গ্যাস কুপে কমে আসছে গ্যাসের চাপ। অব্যাহত ভাবে গ্যাসের চাপ কমতে থাকায় ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে ৪ টি গ্যাস কূপ। 

আর গত কয়েক বছর ধরে ক্রমবর্ধমান হারে গ্যাসের চাপ কমে ৮টি গ্যাস কূপ বন্ধ হয়ে গেছে। এসব ঘটনায় গ্যাস সংশি¬ষ্টরা উদ্বিগ্ন। তারপরও গ্যাস উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক রাখতে বহুমাত্রিক পদক্ষেপ নেয়া হয়েছে। বসানো হচ্ছে কমপ্রেসার। খনন করা হচ্ছে নতুন নতুন কুপ। বাংলাদেশ গ্যাস ফিল্ডের একটি সূত্র জানিয়েছে, গত ৮ বছরের ব্যবধানে তাদের নিয়ন্ত্রিত হবিগঞ্জের ৪টি গ্যাস কূপ বন্ধ হয়ে যায়। গ্যাস শেষ হয়ে অস্বাভাবিক হারে পানি আসায় কূপগুলো বন্ধ হয়। তাদের মতে রির্জাভার শেষ হয়ে যায় নিয়ম মাফিক ভাবেই কূপগুলো বন্ধ হয়। এরমধ্যে ২০০৪ ও ২০০৫ সালে ২টি এবং সর্বশেষ ২০১২ ও ২০১৩ সালে ২টি কূপ বন্ধ হয়। এসব কূপ থেকে প্রথম দিকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হতো। একজন কর্মকর্তা জানান, খননের কয়েক বছরের মধ্যে ২টি কূপ বন্ধ হয়ে যায়। কূপ থেকে প্রচুর পরিমান পানি ও বালি আসায় কর্তৃপক্ষ সে গুলো বন্ধ করে দেয়। অন্য দিকে বাখরাবাদের ৩টি কূপ ও তিতাস ফিল্ডের ১টি কূপ বন্ধ করা হয়েছে। বাখরাবাদের কূপ থেকে মাত্রাতিরিক্ত পানি ও বালি আসায় এগুলো বন্ধ করা হয়। আর সিমেন্ট্রিশন সমস্যার কারণে তিতাসের ৩নং কূপ কিল করা হয়। বিজিএফসিএল’র দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছে, তাদের সবকটি কূপের গ্যাসের চাপ কমে আসছে। প্রথম দিকে এসব কূপের গ্যাসের চাপ ৩ হাজার পিএসআই হলেও বর্তমানে মাত্র ১৫/১৬ ’শ পিএসআই (গ্যাস প্রেসার) রয়েছে। এরমধ্যে বাখরাবাদের ৬টি কূপের গ্যাস চাপ খুব দ্রুত কমে এসেছে। সাড়ে ৫’শ থেকে সর্বনিম্ন সাড়ে ৩’শ পর্যšত্ম পিএসআই (গ্যাস প্রেসার) রয়েছে কূপগুলোতে। বাখরাবাদের ৬টি কূপ থেকে প্রায় প্রতিদিন ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে। অথচ ’৮০ দশকের শেষ ভাগেও কোন কোন কূপে গ্যাস প্রেসার ছিল ২ হাজার পিএসআই। একটি সূত্র জানায়, তিতাস ফিল্ডের গ্যাস প্রেসার বাড়াতে কমপ্রেসার বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। তারপরও কতদিন গ্যাস প্রেসার ধরে রাখা যাবে এ নিয়ে কর্মকর্তারা যারপরনাই উদ্বিগ্ন। অবনতি ঘটেছে তিতাস ফিল্ডের গ্যাস প্রেসারও। গড়ে প্রতিদিন ১৫/১৬’শ পিএসআই গ্যাস প্রেসার রয়েছে এখানকার কূপগুলোতে। বিজিএফসিএল’র অধীন দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে ৩৬ টি কূপ রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন সর্বোচ্চ ৮০৩ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে গ্যাস সংশি¬ষ্ট একজন কর্মকর্তা এ নিয়ে হতাশ হবার কারণ নেই। কারণ আমরা একের পর এক কুপ খনন করছি। কমপ্রেসার বসিয়ে গ্যাস উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

 

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক