মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মাছিহাতায় ২৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

10.health-logoমঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা জামে মসজিদ প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। মরহুম শাহ্ সৈয়দ আবু তাহের (পীর সাহেব) ফাউন্ডেশন এর উদ্যোগে এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল এর সহযোগীতায় প্রায় ২৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং ঔষধ প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রধান অতিথি থেকে চক্ষু চিকিৎসা শিবির এর উদ্বোধন করেন। মাওলানা শাহ্ সৈয়দ নাজেম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামি, লতিফুল আলম সরকার পল্লব, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ হেদায়েত উল্লাহ বাবলু, সৈয়দ ওমর ফারুক, সৈয়দ আবদুল হান্নান, সৈয়দ মনসুরুল হক, আনোয়ার হোসেন উজ্জল প্রমুখ।