শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন
সরাইলের শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ১৪ শতাধিক ভোটের মধ্যে ১৩০৫ ভোট কাস্ট হয়। নির্বাচনে সদস্য পদে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চারজন নির্বাচিত হন। নির্বাচিত সদস্যরা হলেন- মো. বিল্লাল মিয়া (৬৫৪), শাহ মো. কাইয়ুম (৫০৬), মো. শাহিনুর রহমান (৪০২) ও আলা উদ্দিন আওলাদ (৩৮৮)। সংরক্ষিত মহিলা সদস্য পদে মাহমুদা আক্তার রুমা ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান।