এই সরকারের আমলে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দের সাথে উদযাপন করতে পারছে — এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মাতা ও শ্রী শ্রী বাসুদেব মন্দিরে ২৪ প্রহর ৩ দিন ব্যাপী ঊনিশতম হরিণাম সংর্কীত্তন গতকাল সোমবার শেষ হয়েছে। এ উপলক্ষে আয়েজিত আলোচলা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, এডভোকেট জিয়াউল হক মৃধা। শ্রী শ্রী রক্ষাকালী মাতা ও শ্রী শ্রী বাসুদেব মন্দিরে সভাপতি অনিল দাস গুপ্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমরান হোসেন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন ইউপি জাতীয় পার্টির সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, শ্রী শ্রী রক্ষাকালী মাতা ও শ্রী শ্রী বাসুদেব মন্দিরে সহসভাপতি বীরেশ্বর দেব, সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, যুগ্ন সম্পাদক বাবু সুভাষ দেব, বাবু সেন্টু দাস, সহ-সাধারণ সম্পাদক সূনীল সেন, শ্যামল দেব, সোপান দেব, মামুন মিয়া, মোঃ আলী মিয়া, রুবেল, আবু শামীম খান প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি বলেন, বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষ সরকার। এই সরকারের আমলে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দের সাথে উদযাপন করতে পারছে। ধর্মীয় অনুষ্ঠান পালন করতে সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করছে। তিনি আরো বলেন যতদিন আমি থাকব আমার এলাকায় কেউ যদি সংখ্যালঘুদের উপর হামলা করার চিন্তা করে তাদের বির্ষ দাঁত ভেঙ্গে দেওয়া হবে।