শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ইউক্রেনে সংঘর্ষ চলছেই, নিহত ২১

53044db2347c4-Ukraine-crisisইউক্রেনের রাজধানী কিয়েভে আজ বুধবারও সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী এই সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকালের সংঘর্ষের পর আজ সকালে দাঙ্গা পুলিশ রাজধানীর স্বাধীনতা চত্বরে অবস্থানরত আন্দোলনকারীদের হটাতে অভিযান অব্যাহত রাখে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ঘটনাস্থল থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্বাধীনতা চত্বরের প্রায় অর্ধেক জায়গার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে পুলিশ।

সংঘর্ষের ঘটনায় ১৪ জন বিক্ষোভকারী ও পুলিশের সাতজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শ। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সংঘর্ষ এখনো চলছে।

ইউক্রেনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে সংযম প্রদর্শন ও আলোচনায় আসার আহ্বান জানিয়েছে।

বিরোধীদের অভিযোগ, সরকারের বিরুদ্ধে গত বছরের নভেম্বর থেকে আন্দোলন চালিয়ে এলেও তাতে কোনো কর্ণপাত করছে না সরকার। এরই ধারাবাহিকতায় গতকাল সরকারবিরোধী বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

রাজধানীর স্বাধীনতা চত্বর দখল করে সরকারবিরোধীরা আন্দোলন চালিয়ে আসছে। ওই ময়দান ত্যাগ করার জন্য বিক্ষোভকারীদের সময় বেঁধে দেয় সরকার। নির্ধারিত সময়ের কিছু আগে গতকাল পুলিশ ঘোষণা দেয়, তারা সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করবে। এরপরই শুরু হয় অভিযান। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। গতকালের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয় বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে

এ জাতীয় আরও খবর

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবল ঢাকা, সড়কে তীব্র যানজট-ভোগান্তি

ঢাকায় অতিবৃষ্টি, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ম্যাচ পরিত্যক্ত

১২ ট্রাক ইলিশ গেল ভারতে

রিটার্ন দিলে ২২ খাতের আয়ে দিতে হবে না কর

রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিলেন এডিসি হারুন

নতুন মডেলে বাংলাদেশের অর্থনৈতিক সংকট নিরসন চায় আইএমএফ

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশসহ গ্রেফতার ৫

রাজ যেসব অন্যায় করেছেন তাতে জেল হওয়ার কথা : পরীমণি

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যালোচনা দল আসছে অক্টোবরে

নির্বাচনের তারিখ ঘোষণা করলো পাকিস্তান

জলবায়ু সংকট এড়াতে প্রধান অর্থনীতির দেশগুলোকে সৎ থাকতে হবে : প্রধানমন্ত্রী