বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কেউ কিনলো না তামিমকে

52fb3504b0254-Tamim-IPLআইপিএল খেলোয়াড়-নিলামের প্রথম দিনে তামিম ইকবালকে কেনেনি কোন দল। সাকিবসহ এবারের নিলামে বাংলাদেশের মোট সাতজন খেলোয়াড় অংশ নিচ্ছেন। নিলামে অংশ নেওয়া তামিমের সর্বনিম্ন দর ছিল ৫০ লাখ রুপি। এছাড়া সোহাগ গাজীর সর্বনিম্ন দর ৩০ লাখ রুপি। সমান দর এনামুল হক, রুবেল হোসেন, মাহমুদউল্লাহ এবং নাসির হোসেনের।



নিলামের প্রথম দিনে অবিক্রীত রয়েছেন মাহেলা জয়াবর্ধনে, রস টেইলর, ম্যাথু ওয়েড, কুসল পেরেরা, তিলকরত্নে দিলশান, অজন্তা মেন্ডিস, আজহার মেহমুদের মতো তারকা ক্রিকেটারেরা। আগামীকাল নিলামে হয়তো ফের ওঠানো হবে তাঁদের। সনিসিক্স ও ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর