কসবায় যুবকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌর সদরের কৃষ্ণপুর গ্রামের একটি পুকুর থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। সকালে এলাকার লোকজন গ্রামের মনু মিয়ার পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মফিজুল ইসলাম ভূইয়া জানান, উদ্ধারকৃত লাশটিতে পচন ধরেছে। তার শরীরের কোন আঘাতের চিহ্ন নেই। আমরা লাশটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছি।