সরাইলে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে বুধবার।
একইসঙ্গে বিদ্যালয়ের জমিদানকারী দুইজন দাতা সদস্যকে দেয়া হয়েছে সম্মাননা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক মানবজমিনের নির্বাহী সম্পাদক শামীমূল হক।
প্রধান অতিথি ছিলেন শাহাজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন।
বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহিত কুমার দেব, পরিচালনা কমিটির সদস্য মো: কামর“ল ইসলাম, আবদুল কাদির চৌধুরী, মো: আনার মিয়া, মো: দেলোয়ার হোসেন জীবন, সহকারী প্রধান শিক্ষক মো: বিলাত খান, আক্তার হোসেন, মো: ইউনুছুল হক, মো: আইয়ুবুর রহমান,কৃষ্ণ দুলাল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্র্স ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন, বিজয়নগর প্রেসক্লাবের আহবায়ক আমীরজাদা চৌধুরী, দেওড়া সমাজ কল্যান সমিতির সভাপতি মাহবুব খান বাবুল,সাবেক ইউপি সদস্য মো: হোসাইন আহমেদ প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কামরুন্নাহার তনু,রাখি আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। তারা হলেন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত আফরিন মৌ লুবনা, স্বপ্না আক্তার রুনা, জেএসসিতে এ প্লাস প্রাপ্ত ইনজামূল হক,অলকা রানী ভৌমিক ও ফাহমিদা আক্তার।
বিদ্যালয় প্রতিষ্ঠালগ্নে জমিদানকারী প্রতিষ্ঠাতা দাতা সদস্য মরহুম ইউনুছ মিয়া ও মো: হার“ন মিয়াকে সম্মাননা জানানো হয়।