ফেসবুকের এখনও সেরাটা আসেনি!
আমাদের ব্রাহ্মণবাড়িয়া ফেব্রুয়ারি ৬, ২০১৪
এক দশক পেরিয়ে গেছে ফেসবুকের তবে এখনও ফেসবুকের সেরাটা আসেনি। ৪ ফেব্রুয়ারি দশকপূর্তিতে মার্ক জাকারবার্গ জানিয়েছেন, প্রতিষ্ঠার পর থেকে এক দশকের চমত্কার পথ পাড়ি দিয়েছে ফেসবুক তবে সেরাটা এখনও আসতে বাকি। এক খবরে এ তথ্য জানিয়েছে এএফপি।
ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জাকারবার্গ তাঁর ফেসবুক প্রোফাইলে দশকপূর্তি উপলক্ষে একটি পোস্ট লিখেছেন। তাঁতে তিনি এক দশকে ফেসবুকের অংশ হিসেবে নিজেকে ধন্য মনে করেছেন বলেই লিখেছেন।
জাকারবার্গ জানিয়েছেন, ফেসবুক মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে কাজ করেছে এবং ভবিষ্যতেও তাই করবে।
জাকারবার্গের মতে, গত এক দশক ছিল ফেসবুকের বেড়ে ওঠার সময়। আগামী এক দশক হবে ফেসবুকের জন্য সেরা সময়। এখন মানুষের অনেক তথ্য ফেসবুকের কাছে আছে যা বিশ্বের বড় বড় সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলেই মনে করেন ২৯ বছর বয়সী জাকারবার্গ।